গাজীপুরের শ্রীপুরে সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।
শনিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। প্রতিবছর এই দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হলেও করোনার সংক্রমণের কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। জানা যায়, শ্রীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দিচ্ছে।
সকালে শ্রীপুর টেংরা রাস্তার মোড়ে অবস্হিত সেন্টাল মডেল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সরকারের বিনামূল্যে পাঠ্য বই বিতরন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সারোয়ার হোসাইন ও অন্যান্য শ্রেনী শিক্ষকরা। বই বিতরন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিবাকরা উপস্হিত ছিলেন। এছাড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ভিন্ন ভিন্ন সময়ে ১ ম শ্রেনী হতে ৯ ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।