নরসিংদীতে অসহায় সুবিধা বঞ্চিত ৩০০”শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শহরের সাঠিরপাড়া কে.কে. ইনস্টিটিউশন স্কুল মাঠে ইউনাইটেড এইটি নাইন ব্যাচের উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্ত ৩০০ শ’ দরিদ্র মানুষের মাঝে ব্যাচ এইটি নাইন এর সভাপতি ও সাবেক কাউন্সিলর জনাব রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও মনিরুল হক জাবেদের সঞ্চালনায় এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাকির হোসেন, দুলাল সাহা, মোঃ আব্দুল হান্নান, মোঃ জাকির হোসেন, বিজয় সাহা মুকুল সহ এইটি নাইন ব্যাচের অন্যান্য সদস্যরা।এসময় সুবিধা বঞ্চিত মানুষ হাতে নতুন কম্বল পেয়ে খুশি হয়।