ফতুল্লায় ৪০ জন যাত্রি নিয়ে নদি পারাপার হতে গিয়ে বরিশাল থেকে ঢাকাগামি একটি লঞ্চের ধাক্কায় নদিতে একটি ট্রলার ডুবে গিয়েছে। সকাল ৮:৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা এবং ট্রলার ডুবার সময় সাতার কেটে আসা আসা লোক জন জানায়,ট্রালারে আনুমানিক ৪০ জন এর মত যাত্রি ছিল।
ঘটনাস্থলে পৌছে ডুবে যাওয়া যাত্রিদের উদ্ধার অভিজানে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস এর বাহিনি।
এখনো কোন ডুবে যাওয়া যাত্রিকে উদ্ধার করা সম্ভব হয় নি বলেন জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুল্লাহ আর আরেফিন। ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করে নিহতের সংখ্যা নিশ্চিত করবে বলে জানায় ফায়ার সার্ভিস বাহিনি।ধাক্কা দেয়া লঞ্চটিকে এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তারা