অবশেষে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন এর হস্তক্ষেপে করেরহাট-বারইয়ারহাট, জোরারগঞ্জ- বারইয়ারহাট, শান্তিরহাট- বারইয়ারহাট সড়কে বাড়তি ভাড়া কমলো। শনিবার (২২ জানুয়ারি) বিকেলে সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের সাথে পৌর ভবনে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বেশ কয়েকমাস ধরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি সহ নানা অজুহাতে চালকরা যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করে আসছিল। সম্প্রতি সরকার নির্দেশিত এলপিজি গ্যাসের দাম কমলেও যাত্রীদের থেকে ভাড়া বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা সময়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে।
বারইয়ারহাট টু করেরহাট সড়কে নিয়মিত যাতায়াতকারী মোঃ জাহেদ, ইকবাল হোসেন, শাহনেওয়াজ খান সহ অনেকে অভিযোগ করে বলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করতেছে। জনপ্রতিনিধিদের জানালেও তারা নিশ্চুপ ছিল। তারা দেখেও কোনো পদক্ষেপ নেয়নি। মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ নেয়ার জন্য।
এই ব্যাপারে বারইয়ারহাট- করেরহাট সিএনজি চালক সমিতির সভাপতি মোহাম্মদ নবী বলেন, বাড়তি ভাড়া আদায় নিয়ে আলোচনা এবং উপযুক্ত ভাড়া নির্ধারন নিয়ে সিএনজি চালক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দের সাথে আলোচনা করেন মেয়র রেজাউল করিম খোকন। আলোচনায় সিদ্ধান্ত মোতাবেক ভাড়ার চার্ট আমরা প্রত্যেক গাড়িতে লাগিয়ে দিব।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, সরকার ডিজেল ও পেট্রল এর দাম বাড়ালেও গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু অসাধু চালকরা সরকারের আদেশ অমান্য করে এতো দিন বাড়তি ভাড়া আদায় করতেছিল। চালক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা ভাড়া নির্ধারণ করে দিয়েছি।