মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট অধিদপ্তর অধীনে নির্বাচিত পাটচাষিদের প্রশিক্ষণ কমর্শালা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
০৯ জানুয়ারি রবিবার সকালে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে উপজেলা প্রশাসন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর জুনিয়র প্রশিক্ষক সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসের পাট অধিদপ্তর প্রশিক্ষক মাহাবুল আলমসহ অন্যরা।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১’শ জন চাষিদের প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ২০ জন পাটচাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।