সামাজিক সংগঠন বন্ধু চিরদিন’র এডমিন ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের মা হাজী মরিয়ম বেগমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত মুরগিটোলা হাবিবিয়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ‘ঢাকা লিজেন্ডস-৯৫’।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মসজিদের সহ-সভাপতি মো. নাজিম, মসজিদ কমিটির কর্মকর্তা আনোয়ার হোসেন ও কামাল হোসেন। সামাজিক সংগঠন বন্ধু চিরদিনের প্রধান এডমিন জাফরুল আলম, ইউসুফ আলী বাচ্চু, শরিফু হক পাভেল, লিজেন্ড ৯৫’ র এডমিন নজরুল ইসলাম সুমন, মোস্তাফিজুর রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও লিজেন্ড ৯৫’ র এডমিন ফিরোজ উদ্দিন সায়মন। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা আবু সাইদ, হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ।