সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন সুজন, নোহালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ আলী, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম লেবু,বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীপ চৌধুরী, বেতগারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ, লক্ষিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী,গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।
গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন সুজন দৈনিক ফুলকি’কে বলেন, এবারসহ ৪বার শপথ নেওয়া হলো জনগন যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেহেতু তাদের চাওয়া পাওয়ার গ্রহণ যোগ্যতার মর্ধ্য দিয়ে সফলতা অর্জন হচ্ছে জনগণের পাওয়া। এসময় গংগাচড়া উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।