নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মিলন বাজার এলাকাবাসী।
মানববন্ধনে বক্তাগন অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ গাড়ীর এবং চালকের কাগজ না দেখে শুধু চালকদের কাছে টাকা নেয়। পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এলাকাবাসীর আয়োজনে মহাসড়কের মাঝখানে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় লোকজন। এসময় সড়কের ২ পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,লিটন,জি এম শুভ,মান্নান হোসেন,মশিউর রহমান ও আমিরুল হক বাবু প্রমুখ। বক্তাগন অভিযোগ করে বলেন হাইওয়ে পুলিশ গাড়ীর এবং চালকের কাগজ না দেখে টাকার ধান্দা করে। ধান্দাবাজি বাদ দিয়ে জনগণের জানমাল রক্ষার্থে নিরাপদ সড়কের ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য বুধবার সকালে উপজেলার আরডিআরএস অফিসের সামনে এক সড়ক দূরঘটনায় চাচা ভাতিজার মৃত্যু হয় তারই প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।