লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ থেকে রোগীদের বলা হয় হাসপাতালে ঔষধ নেই। অপরদিকে সরকারের বরাদ্দকৃত ঔষধ ও চিকিৎসা সামগ্রী রোগীদের মাঝে বিতরণ না করে ব্যাবহার উপযোগী ওষুধ ও চিকিৎসা সামগ্রী গোপনে আগুনে পুড়িয়ে ফেলেছে পরিচ্ছন্নকর্মীরা। সরকারী রেজিষ্ট্রার ঠিক রাখতে অতিরিক্ত ওষুধ উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিদর্শনের আগে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে। জানাগেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসেন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে বিনামুল্যে মানুষকে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করছে সরকার। ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরকারী ভাবেই প্রদান করা হয়। যা রেজিস্টারের মাধ্যমে ঔষধ ক্রয় ও বিতরন নির্ধারন করা হয়ে থাকে।
এর মাঝে যখন কোন ওষুধ মেয়াদ উত্তির্ন হয়ে যায় তখন কর্তৃপক্ষ তা বাছাই করে সিজার লিস্ট ও রেজিস্টারে মেয়াদ উত্তীর্নের কারন লিপিবদ্ধ করে অবশিষ্ট ঔষধ আগুনে পুড়ে ধ্বংস করার নিয়ম থাকলেও শুক্রবার ৭ জানুয়ারী বিকেলে গোপনে ব্যবহার উপযোগী প্রায় এক বস্তা পরিমানের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল চত্ত্বরেই আগুনে পুড়িয়ে ফেলেছে পরিচ্ছন্নকর্মীরা। ব্যাবহার উপযোগি এসব মুল্যবান ওষুধ কেন পুড়িয়ে ধ্বংস করা হলো তার সদুত্তর দিতে পারেনি হাসপাতালটির পরিচ্ছন্নকর্মীরা। সরেজমিনে মঙ্গলবার হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা একাধীক রোগী জানান, টিকিট কিনে ঔষধ নিতে গেলে ডাক্তার বলেন, এখানে ঔষধ নেই বাহিরে কিনে খাবেন। নির্ভরযোগ্য সুত্রের দাবী, এখানে স্টোর রেজিস্টার ইচ্ছা মাফিক তৈরী করা হয়। ওষুধ আসার পরিমান যেমন কাগজ আর বাস্তবতায় অমিল। অনুরূপভাবে রোগীদের মাঝে বিতরণেও কাগজ কলমের সাথে বাস্তবতায় অমিল থাকে।
তাই ঔষধ সরকারের মুল্যবান সম্পদ হলেও তারা কাগজ কলম ঠিক রাখতে অতিরিক্ত ওষুধ উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিদর্শনের আগে এভাবেই সড়িয়ে আগুনে ধ্বংস করা হয়। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন জনান, গত এক সপ্তাহে কোন ওষুধ মেয়াদ উত্তীর্নের সিজার লিস্ট হয়নি। তবে স্টোর রুম পরিবর্তন করায় উক্ত রুমে আবর্জনাগুলো সড়িয়ে পোড়ানো হয়েছে। সেখানে ব্যবহারযোগ্য ওষুধই নয়, মেয়াদ উত্তীর্ন ঔষধ থাকার কথা নয়। জানামতে, হাসপাতালের স্টোরে কোন মেয়াদ উত্তীর্ন ঔষধ নেই। উল্লেখ্য ঔষধ পুড়িয়ে ফেলার বিষয়টি গোপন থাকলেও ঘটনার ৩ দিন পর গণমাধ্যম কর্মীদের নজরে চলে আসে এবং ঔষধ পোড়ানো ১টি ছবিও এ প্রতিবেদকের কাছে সরবরাহ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাতীবান্ধা উপজেলাবাসী।