লালমনিরহাটে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার ৩০ জানুয়ারী সকালে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারী লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরল খাঁ গ্রামের মৃতঃ রসুল খার ছেলে ছপিত মুন্সি (৭৮) এর বিরুদ্ধে একই এলাকার একটি কুচক্রী মহল শিশু ধর্ষণ মামলা দায়ের করে। পরে আদিতমারী থানা পুলিশ ছপিত মুন্সি কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
তার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বৃদ্ধ ছপিত মুন্সির নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন।