মূল্য তালিকা প্রদর্শণ না করে খাবারের অতিরিক্ত দাম রাখায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ক্যাফে আফসার রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস।
মঙ্গলবার দুপুরে জনৈক ফয়সাল আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুর জেলা অফিসে উভয় পক্ষের শুনানী শেষে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক আফসার আহমেদ উপস্থিত হয়ে জরিমানা পরিশোধ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুরের সহকারী পরিচালক রিনা বেগম বলেন, খাবারের অতিরিক্ত দাম রাখা ও খাবারের মূল্যতালিকা না থাকায় আইনের ৩৯ ধারায় তাকে এ জরিমানা করা হয়েছে। উল্লেখ্য এ প্রতিষ্ঠানটি ইতিপূর্বেও নানা অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সম্মুখীন হয়েছে।