1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুরহস্য কাটছে না!! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

শ্রীপুর সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুরহস্য কাটছে না!!

শ্রীপুর ( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ২০০ বার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রার অস্বাভাবিক মৃত্যুরহস্য কাটছে না। জেব্রাগুলো মৃত্যুর পর বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড বলেছে, চারটি জেব্রা নিজেদের মধ্যে সংঘর্ষে এবং অপর পাঁচটি ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে।

গত মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান বোর্ডসংশ্লিষ্ট ব্যক্তিরা।
অন্য দিকে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন জেব্রার নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে মারা যাওয়ার ঘটনা একদমই অস্বাভাবিক। কারণ বেষ্টনীতে থাকা জেব্রার নিজেদের মধ্যে সংঘর্ষে মৃত্যুর রেকর্ড নেই। জেব্রার শিং নেই। তাই নিজেদের মধ্যে সংঘর্ষ হলেও গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা নেই।

এ দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ও প্রাণীগুলোর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই পার্কে ৩১টি জেব্রা ছিল। জানুয়ারিতে ৯টি মারা যাওয়ার পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২। জেব্রার এই ‘রহস্যময়’ মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড। মৃত প্রাণীর মরদেহের নমুনা নিয়ে পাঠানো হয় বিভিন্ন পরীক্ষাগারে।

মঙ্গলবার সাফারি পার্কের ঐরাবতী রেস্টহাউজে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড বসে। বোর্ডের সভাপতি ছিলেন জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ও চিফ ভেটেরিনারি কর্মকর্তা এ বি এম শহীদ উল্লাহ। বৈঠক শেষে জেব্রাসহ অন্যান্য প্রাণীর নিরাপত্তায় ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে প্রাণীর ছাউনি জীবাণুমুক্তকরণ, সব প্রাণীকে টিকার আওতায় আনা, অধিক পরিমাণে কাঁচা ঘাস না খাওয়ানো, চপার মেশিন দিয়ে ঘাস কেটে প্রাণীকে খাওয়ানো, যে ঘাস দেয়া হচ্ছিল, সেটি বন্ধ করে অন্য জায়গা থেকে ঘাস এনে বাকি জেব্রাগুলোকে খাওয়ানো, মাংসাশী প্রাণীর খাবারের ক্ষেত্রে আরো সচেতন হওয়া, দানাদার খাদ্য পরিবেশনের আগে ফাঙ্গাস না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া, দর্শনার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রাণীকে যেন খাবার দিতে না পারে, সেটি দেখা, স্পর্শকাতর প্রাণীর ওপর নজর রাখতে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা, খালি জায়গায় ঘাস উৎপাদনের ব্যবস্থা করা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব গণমাধ্যমকে জানান বিশেষজ্ঞ দলের সভাপতি এ বি এম শহীদ উল্লাহ।

তিনি বলেন, এই প্রস্তাবগুলো অনুসরণ করলে শুধু জেব্রা নয়, পার্কের সব প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা হবে।
এ বি এম শহীদ উল্লাহ বলেন, ‘মৃত প্রাণীগুলোর শরীরে পাঁচ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কোনো ভাইরাস পাওয়া যায়নি। তিনি বলেন, ঘাসের মধ্যেই সমস্যা কি না, তা-ও জানা যায়নি। বেশ কিছু পরীক্ষার ফলাফল পেয়ে তা বিশ্লেষণ করেছি। কয়েকটি পরীক্ষার ফলাফল এখনো বাকি আছে। আপাতত যেখান থেকে ঘাস এনে খাওয়ানো হচ্ছে, সেই ঘাস বাদ দিয়ে অন্য জায়গা থেকে সংগ্রহ করা হবে।

জেব্রার মৃত্যুর কারণ বিষয়ে বিশেষজ্ঞ দলের বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ মোস্তাফা ফিরোজ সাংবাদিকদের বলেন, সাফারি পার্কে জেব্রাগুলো একটা নির্দিষ্ট বেষ্টনীর ভেতর থাকে। বেষ্টনীতে থাকা জেব্রারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় না। তিনি বলেন, জেব্রার শিং নেই। তাই নিজেদের মধ্যে সংঘর্ষ হলেও গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা নেই।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী প্রাপ্ত ব্যাকটেরিয়া সম্পর্কে মোস্তাফা ফিরোজ বলেন, এগুলো সবই জেব্রার খাবারের সাথে সম্পর্কিত ব্যাকটেরিয়া। এসব ব্যাকটেরিয়ার কারণেও প্রাণীর মৃত্যু ঘটে। এ জন্য প্রাণীর খাদ্য ব্যবস্থাপনার দিকে নজর দেয়া দরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম