ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক সংসদসীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী এলাকা থেকে পাড়িয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি তাঁর বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর বড় ছেলে মাজহারুর ইসলাম সুজন জানান, বিকালে গাড়ী চালক নয়ন সাংসদ দবিরুল ইসলামকে নিয়ে পাড়িয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে বড়বাড়ীস্থ বাসভবনে নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তিনি সুস্থই আছেন এবং বাড়ীতেই আছেন।
ঠাকুরগাঁও-২ সাংসদ দবিরুল ইসলাম টানা ৭ বার নির্বাচিত সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।