ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার খাসমহল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে টিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সকালে আকস্মিকভাবে খাসমহল বাজারের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই ২৪টি ঘরের পুরো অংশই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক ঘর মালিককে ৮ পিছ টিন এবং প্রত্যেক ব্যবসায়ীকে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান।
এ সময় বোরহানউদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোবাশ্বির হাসান শিপন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও জার্নালিস্ট এসোসিয়েশনের সম্পাদক মনিরুজ্জামান, হাসাননগর ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর মাঝি, সোহাগ মীর, পক্ষিয়া ইউনিয়নের মেম্বার আব্দুল্লাহ আল নোমান, ছাত্রলীগ নেতা আফনান পাটওয়ারী, তরুণ সমাজসেবক বাপ্পী, আকতার, আলাউদ্দিন, নজরুল, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।