চট্টগ্রামের রাউজানে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মো. শাহেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাটের হক আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত শাহেদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আহমেদ সৈয়দের ছেলে।র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে শাহেদ মোটর সাইকেল যোগে ইয়াবা বিক্রির উদ্দেশে সে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। এসময় তাকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার প্যাকেটে দুই পিস করে ইয়াবা প্যাকেট করা ছিল। সর্বমোট তার কাছে পাওয়া যায় মোট ৫ হাজার এক’শ ৪০পিস ইয়াবা। এসময় তার মোটর সাইকেল (চট্টমেট্রো-ল- ১৬-২৮৭৮) জব্দ করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গত বুধবার রাত ৮টায় র্যাব-৭ হাটহাজারী শাখার সদস্যরা ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ থানায় হস্তান্তর করেন।র্যাব বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।