1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক 'বিনামূল্যে বই বিতরণ ২০২২' এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত' - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৭পরিবারকে আর্থীক সহায়তা” জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল-আমীর মাওঃনুরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে সাদ পন্থীদের শাস্তি ও‌ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি গড়ে তোলেন টেন্ডারবাণিজ্য, চাঁদাবাজি অপকর্মের রাজস্ব ! ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩ উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপি’র ৩১ দফা প্রচার এবং আওয়ামী গুজব সন্ত্রাস রুখে দাঁড়াতে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-মুরাদনগর উপজেলা কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি নবীগঞ্জ প্রেসক্লাবের উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন ও সম্মাণনা ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের ক্ষতি করতে পারবে না: আমিনুল হক উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কর্মকর্তা নিয়োগের দাবি মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

‘নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বিনামূল্যে বই বিতরণ ২০২২’ এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২১০ বার

নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমরা দেশের আগামীদিনের কর্ণধার। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে।’

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশুদের পরীক্ষা পাশের চিন্তা বাদ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে।’ তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে পৌরপরিষদ, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবক -সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। খুব শীঘ্রই পৌর আইডিয়াল স্কুলে একটি নতুন ভবন নির্মিত হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি বলেন, ‘২০১৭ সালের ১ জানুয়ারি শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়েছিল। এর পরের বছর ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, তারপর ৭ম শ্রেণী পর্যন্ত বিগত বছর অষ্টম শ্রেণি পর্যন্ত এবং আগামী বছর নবম শ্রেণিতে উন্নীত করা হবে।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং আমার পৌর-পরিষদ এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্লাহ।’ তিনি আজ নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বই বিতরণী উৎসব-২০২২’ এর শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান মাখন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন পৌর আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সদস্য সচিব নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা এডভোকেট শাহ নূর আলম সানু, বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ জাহির আলী, দেবী রানী দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশিষ কুমার বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক সুকান্ত দাশ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী সাইমুল হাসান এবং পবিত্র গীতাপাঠ করেন আদি দাশ অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আ. ছোবহান, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, কার্য সহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মহোদয়,পৌর-পরিষদের সদস্য সহ অতিথিবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম