চট্টগ্রামের ফটিকছড়ির ১৩নং লেলাং ইউনিয়নের ধর্মীয় সংগঠন শাহনগর আল ইত্তেহাদ ইসলাম প্রচার সংস্থার উদ্দ্যেগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন গতকাল রবিবার রাতে স্থানীয় ইসলামিয়া বাজারস্থ আকতার মুন্সি মাঠে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সেগুনবাগান তালীমুল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মাওলানা তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, অতিথি ছিলেন সরোয়ার হোসেন সহ ইউপি সদস্য ও লেলাং কওমী ওলাম পরিষদের নেতৃবৃন্দ।
সম্মেলনে কেরাত পরিবেশন করেন ছামির আনতার মুসাল্লাম (মিশর), শায়খ সালাহ মুহাম্মাদ সোলইমানি (মিশর), শায়খ ঈদী শাবান (তানজানিয়া), কারী মাওলানা আব্বাস (সেগুনবাগান) সহ দেশ ও বিদেশের কারীগন।