বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে র্যালি ও প্রতিবাদ সভা করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার বিনেরপোতা বাজার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটন। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখেই ক্ষ্যন্ত থাকেনি। বরং প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে একটি ভীতিকর নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, এই সরকার গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে এবং তাদের ক্ষমতা ছাড়তেই হবে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
তা না হলে সাতক্ষীরা থেকেই খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক এ্যাড. এবিএম আনিসুজ্জামান, হাফিজুর রহমান, আকছেদ আলী শেখ, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম সহ জেলা জাসাসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।