মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ জানুয়ারি রবিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন ।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা ও কাজী জালালউদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম রকিবুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ অন্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে উপজেলার ৮ টি ইউনিয়নের ৭২ ওয়ার্ডের ইউপি সদস্যদের সমন্বয়ে ৭২ মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।