নতুন বছরের শুরুতে রাজধানীর ডেমরার ৬৬ নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ
ডেমরার ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাঙ্গণে পহেলা জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জনপ্রিয় কাউন্সিলর মতিন সাউদ।
শীত বস্ত্র বিতরণের সময় কাউন্সিলর মতিন সাউদ বলেন,ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র শেখ ফজলে নুর তাপসের নির্দেশে ডেমরার ৬৬ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানান কাউন্সিলর। শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মেয়র শেখ ফজলে নূর তাপস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি সকলের প্রতি জোর আহ্বান জানান।