1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের হাতে মারধরের শিকার ১ প্রবাসী, থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের হাতে মারধরের শিকার ১ প্রবাসী, থানায় অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ২০৩ বার

সেবা নিতে গিয়ে রাঙ্গুনিয়ায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন নুরুল আমিন (৫১) নামের এক ওমান প্রবাসী। প্রতিকার পেতে ও নিরাপত্তা থানায় অভিযোগ।

গত বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফুলগাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী নুরুল আমিন উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইঝপাড়া এলাকার মৃত আবুল হক প্রকাশ লাইয়্যে মাঝির ছেলে।

জানা যায়, নুরুল আমিন প্রবাসী। তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিতে কৃষি কার্ড করতে চাওয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বেলালের হাতে মারধরের শিকার হয়েছেন। এ নিয়ে ইউপি সদস্য বেলালের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন নুরুল আমিন। অথচ এখনও কোনো প্রতিকার পেলেন না প্রবাসী নুরুল আমিন।

এলাকার সার্বিক বিষয় দেখভাল ও জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়েই জনপ্রতিনিধি হতে নির্বাচনে দাঁড়ায়। নির্বাচনের সময় অজস্র প্রতিশ্রুতি দিয়ে ভোট হাসিল করে জনপ্রতিনিধিরা। কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পর সে জনপ্রতিনিধির চেহারা যেনো বদলে যায় এবং জনপ্রতিনিধিদের হাতে সাধারণ মানুষদের হয়রানি, মারধর, শারীরিক নির্যাতন এমনকি লাঞ্চিত হতে হবে কেন অভিযোগ রয়েছে সর্বসাধারণের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানিয়েছেন। আমাদের মাইঝপাড়া এলাকার মানুষ খুবই শান্তপ্রকৃতির। এর আগে সেবা নিতে গিয়ে ইউপি সদস্যের হাতে নির্যাতনের মতো এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি কখনওই। গত বুধবার নুরুল আমিন স্থানীয় ইউপি সদস্য বেলালের কাছে সেবা নিতে গিয়ে যে হামলার শিকার হলেন তা খুবই নিন্দনীয়। আমি ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ইউপি সদস্য দ্বারা সাধারণ মানুষদের হয়রানি ও শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই। এছাড়াও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ইউপি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। যাতে অদূর ভবিষ্যতে আর কোনো জনপ্রতিনিধি যেনো এমন ঘটনা না ঘটায়”।

আহত প্রবাসী নুরুল আমিন জানান, “আমি ওমান প্রবাসী। গত ৩মাস ধরে ছুটিতে দেশে আছি। আবারও ওমানের কর্মস্থলে পাড়ি দেওয়ার জন্য টাকার প্রয়োজন হলে কৃষি ঋণ নিতে চাইছি। কৃষি ঋণ নিতে হলে কৃষি কার্ড করতে হয়। এতে জাতীয় পরিচয় পত্রের কপিতে ইউপি সদস্যের স্বাক্ষর নেওয়ার জন্য গত ১৪ ডিসেম্বর সকালে ইউপি কার্যালয়ে যাই। সেখানে ইউপি সদস্য বেলাল প্রথমে স্বাক্ষর করলেও পরে আমাকে প্রবাসী বলে কার্ড দিবে না বলে সেটি ছিড়ে ফেলে দিলে কথা কাটাকাটি হয়।

পরের দিন এ বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি সমাধান করবেন বলে আশ্বস্ত করে বেরিয়ে যান। এরপর হঠাৎ ইউপি সদস্য বেলাল এসে গালিগালাজ করে আমার উপর অতর্কিত হামলে পড়ে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই আমি একপ্রকার আতংকে দিনযাপন করছি। তাই নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই ইউপি সদস্য বেলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি”।

এছাড়াও প্রবাসী নুরুল আমিন আক্ষেপের সুরে আরও বলেন, “আমি প্রবাসী বলেই কি আমার অপরাধ, আমি কি মানুষ নই? আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছি কেন, সেবা নিতে গিয়ে তাদের হাতে নির্যাতন ও মারধরের শিকার হওয়ার জন্য?

এদিকে এ বিষয়ে অভিযুক্ত মরিয়ম নগর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বেলাল হামলার বিষয়ে স্বীকার না করলেও তবে দুজনের হাতাহাতির এক পর্যায়ে নুরুল আমিনের মুখে আঘাত লাগে বলে স্বীকার করেছেন। এছাড়াও তিনি বলেন নুরুল আমিন তো প্রবাসী, কৃষক নয়। তবে চেয়ারম্যানের হস্তক্ষেপে সমাধান করার কথা হলেও দুজনের বাকবিতণ্ডে এ হাতাহাতি হয়”।

এ বিষয়ে জানতে মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি অন্য একটা বৈঠকে আছি। একটু পরে কথা বলব। এরপর থেকে বেশ কয়েকবার কল দিলেও আর রিসিভ করেননি তিনি”।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগের পর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম