ডেমরায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসীরা মো.সাইদুর রহমান বাবলুর কছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঐ ব্যবসায়ীর ম্যানেজার মো. হারুন দাবীকৃত ১০ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে ঐ সন্ত্রাসীরা ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে ও ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি ধুমকি দিয় চলে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান রোববার দিনগত রাত ১১ টার দিকে অভিযুক্ত ৬ জন সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
অভিযুক্তরা হলেন সবুজবাগ থানার বেগুনবাড়ি এলাকার মো. সামসুদ্দিনের ছেলে মো.নিজাম (৫২) ও তার ভাই মো.মুসলম সরদার (৪৮)। সবুজবাগ থানার মানিকদিয়া চেয়ারম্যান বাড়ির মো.নাসির(৪৮)। একই এলাকার মো. সদর উদ্দিনের ছেলে মো. ইমাম উদ্দিন (৫৪) সবুজবাগ থানার ভাইকদিয়া এলাকার আনিছ মিয়ার ছেলে আজিম মিয়া (৪৮) ও ঐ এলাকার আলমাস আলীর ছেলে নজরুল ইসলাম (৪০)
বাদীর বরাতদিয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন ব্যাবসায়ী সাইদুর দীর্ঘদিন ধরে ডেমরা থানার এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে নিম্ন এলাকায় বালু ভরাটের কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ড্রেজার পাইপ ডেমরার দুর্গাপুর হয়ে সবুজবাগ থানা এলাকায় টানা হয়। আর এই পাইপ টানা কে কেন্দ্র করে সবুজবাগ থানা এলাকার ঐ সন্ত্রাসীরা ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ড্রেজারের পাইপ ভাংচুর করে ও ম্যানেজার হারুন কে হুমকি দুমকী দিয়ে চলে যায়। এ বিষয়ে মামলা হয়েছে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।