গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন আজাদ কমপ্লেক্স নামে একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় দেওয়াল ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত মোঃ দুলাল মিয়া (৪০) শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
নিহত দুলালের বোন জানান, বেশ কয়েকদিন ধরে মাওনা চৌরাস্তায় তার ভাই রংয়ের কাজ করছিল। বেলা ১১ টার দিকে তার ভাইয়ের বিদ্যুৎপৃষ্টে খবর পান। স্থানীয় লোকজন জানিয়েছেন, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। বিদ্যুৎস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মরদেহ দেওয়ালে সাঁটানো মইয়ের পাটাতনে ঝুলেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এ বিষয়ে ভবন মালিকের সাথে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবে বলে পুলিশ জানান।