গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরনের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে পার্কে দায়িত্বরত ওই কর্মকর্তাদের প্রতাহার ও বদলী করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর সোমবার জানান, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ, ফরিদপুর সহকারী বন সংরক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলাহাজরা, কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। দায়িত্ব অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় ৩১ জানুয়ারি দুজনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।
সহকারী বন সংরক্ষক তবিবুরের যত অনিয়ম,
শ্রীপুরের রাথুরা ও সদর উপজেলার পিরুজালী মৌজার প্রায় চার হাজার একর ভূমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে।
বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা ও গবেষণা এবং চিত্তবিনোদনের জন্য ঢাকার কাছে পর্যটন শিল্পের বিকাশ পার্কটির অন্যতম উদ্দেশ্য।
এখানে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি থেকে প্রায় তিন বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।
তার সময়ে পার্কে বিস্তৃত নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্নসাৎ করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিধিবহির্ভূতভাবে
লাখ লাখ টাকার বাণিজ্য ধরে রাখতে এক ঊর্ধ্বতন কর্মকর্তা কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ রয়েছে বলে জানা যায়।
ওই কর্মকর্তার আশীর্বাদ পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বেপরোয়া হয়ে উঠেছিল বলে একাধিক সূত্রে দাবী করেন।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, এসিএফ তবিবুর রহমান প্রায় তিন বছর ধরে সাফারি পার্কে আছেন। তার নানা অনিয়ম ও দুর্নীতির কারণে পার্কের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।
পার্কের মেইন গেট থেকে উত্তর দিকে বাঘ ও সিংহ পর্যবেক্ষণ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট দুটি ইজারা নিয়েছেন মেসার্স মাইছা এন্টারপ্রাইজের মালিক আকরাম হোসেন।
সিংহ পর্যবেক্ষণ রেস্টুরেন্টের সামনে আকাশমনি বাগানের ভেতরে দর্শনার্থীদের আপ্যায়নে চেয়ার-টেবিল সংবলিত দুটি বড় প্যান্ডেল স্থাপন করা হয়েছে। প্যান্ডেল করতে অনুমতি ছাড়ায় কাটা হয় কয়েকটি আকাশমনি ও গজারি গাছ।
এ ছাড়া বাঘ পর্যবেক্ষণ রেস্টুরেন্টের পূর্ব পাশে বাগানের ভেতরে দুটি চালা তুলে ও উন্মুক্ত স্থানে কয়েকটি মাটির চুলায় লাকড়ি দিয়ে চলে রান্নাবান্না।
আগুনের তাপ ও ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা।
ইজারার চুক্তিপত্রের শর্তে বলা হয়েছে, ইজারাদার রেস্টুরেন্টের সন্নিকটে বা বাইরের উন্মুক্ত স্থানে বাণিজ্যিক উদ্দেশে কোন প্রকার ভাসমান দোকান, সামিয়ানা টানানো, চেয়ার-টেবিল স্থাপন কিংবা পণ্য বিক্রয় করতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে কার্যাদেশ বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু ইজারাদার শর্ত ভঙ্গ ও দীর্ঘদিন ধরে বনের ক্ষতিসাধন করে ব্যবসা করলেও কোন ব্যবস্থা নেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা।
একটি সূত্র জানায়, পার্কে নিয়মের বাইরে একটি সাধারণ দোকান দিলে এসিএফ তবিবুর রহমানকে এক বছরের জন্য দুই-তিন লাখ টাকা দিতে হতো। বড় কাজে লেনদেন বেশি। তার অনুমতি ছাড়া ইজারাদার বা অন্য কারও পক্ষে কিছু করা সম্ভব নয়।
এদিকে ইজারা ছাড়াই শিশু পার্কের সামনের আকাশমনি বাগানে ত্রিপল দিয়ে খাবার ও পানীয় বিক্রির একটি দোকান দেওয়া হয়েছে। সাথে সাতটি টেবিলে চেয়ার স্থাপন করে বাড়ানো হয়েছে পরিসর।
এছাড়া পার্কের জমি অধিগ্রহনেও রয়েছে তার হাত। তাকে ম্যানেজ না করলে অধিগ্রহনের বিল উত্তোলনে হয়রানির স্বীকার হতে হয় বলে ভূক্তভোগীদের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাফারি পার্কে রয়েছে তার সিন্ডেকেট। ধারনা করা হচ্ছে তবিবুরের প্রত্যাহারই সমাধা নয়, পাশাপাশি পার্কের সব কর্মকর্ত/ কর্মচারি এক যুগে বদলি করে চৌকুস নতুন কর্মকর্তা/ কর্মচারি স্হলাভিষিক্ত হলে পার্কের গতি ফিরবে বলে আশা করছে পর্যটক ও স্হানীয়রা।