৫ম পর্যায়ের ইউপি নির্বাচনে বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাবাড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ প্রার্থী মোছা. হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিসহ এবার শ্রীপুরের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন আওয়ামী লীগ এবং দুইজন স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, রাজাবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. হাসিনা মমতাজ নৌকা প্রতীকে ১০ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম (আনারস প্রতীক) স্বতন্ত্র প্রার্থী মু: মুফাজ্জল হক পেয়েছেন ৭হাজার ১১ ভোট। এবার রাজাবাড়ি ইউনিয়নে তিনিসহ সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ বলেন, মোছা. হাসিনা মমতাজ শ্রীপুর উপজেলার প্রথম নারী চেয়ারম্যান।
৫ম পর্যায়ে শ্রীপুরে অন্য সাতটি ইউনিয়নের মধ্যে প্রহলাদপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নূরুল হক আকন্দ, গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মো. সিরাজুল হক মাদবর , মাওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, গোসিংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছাইদুর রহমান, কাওরাইদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজিজুল হক নৌকা প্রতীকে ১১হাজার ৩ ভোট, বরমী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মো. তোফাজ্জল হোসেন, তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল বাতেন সরকার নির্বাচিত হয়েছেন।
গাজীপুরের ৮টি ইউনিয়নে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট-খাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।