ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারি কারখানা ইউনি ওয়ার্ল্ড ২এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাত পর্যন্ত চেস্টা চালিয়ে ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ওই জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে ।