নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারী ভাইস চেয়ারম্যান থাকলেও নানা জটিলতায় তারা উন্নয়নের অংশীদার হতে পারছেন না। তাই উন্নয়ন ফোরামের ৩ শতাংশ বরাদ্দ নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকর করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন নারী উন্নয়ন ফোরাম সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ উম্মে ছালমা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে।
উম্মে ছালমা বলেন, এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দিন দিন উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে নারী ভাইস চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। কিন্তু মুলত তাদের অকার্যকর করে রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারী ভাইস চেয়ারম্যানদের কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে না।
এ সময় তিনি কয়েক দফা দাবি তুলে ধরেন- এসডিজি বাস্তবায়নের লক্ষে সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, পরিষদের সকল নারী ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক উন্নয়ন কার্যক্রমে সাক্ষরায়ণ ক্ষমতা বাস্তবায়ন করা, উন্নয়ন ফোরামের ৩ শতাংশ বরাদ্দ নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকর করা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ নারী উন্নয়নখাতে নারী ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি ভাইস চেয়ারম্যান রত্না বেগম, ছালমা বেগম, মোছাঃ ফরিদা বেগম,মোছাঃ তাহেরা বেগম প্রমুখ।