বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী
শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে গিলাফ হস্তান্তরকালে তিনি এ মন্তব্য করেন।পরে তিনি মাথায় গিলাফ নিয়ে তার সহধর্মিণীসহ মাজারে গিলাপ চড়িয়ে দেন।
এ সময় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, ইউএনও মহিনুল হাসান, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম মহাসচিব তৈয়বুল বশর সহ তরিকত ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।