মুন্সীগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে শেখ আমিন ও সচিব পদে নির্বাচিত হয়েছে মো. আমির হোসেন তালুকদার । গতকাল শনিবার দুপুর ২ টায় জেলার সিপাহি পাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন সম্পন্ন হয় ।
অন্যানদের মধ্যে নির্বাচিত হন সহ সভাপতি এ এইচ এম ওয়াহিদুজ্জামান ও কোষাধ্যক্ষ মো. সোয়েব শামিম।
এর আগে অনুষ্ঠানে প্রথম পর্বের অধিবেশনে জুম এপ্স এর মাধ্যমে বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সূচি পাঠ করেন সচিব শেখ আমিন। এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদির মোল্লা, রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, জৈনসার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম দুদু প্রমুখ।