রাউজানে পৃথক অভিযানে ২শ ৫০লিটার পাহাড়ী চোলাইসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ ফেব্রুয়ারি ভোরে এক গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার এস আই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াপাড়া ইউনিয়নের পথের হাট বাজার মক্কা হোটেলের সামনে সাজ্জাদ হোসেন জুয়েল ( ২০)কে ২’শত লিটার মদসহ আটক করেন।সেই রাঙ্গুনিয়া উপজেলার কদমতলি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বারের বাড়ি মিজান হোসেনের পুত্র।
অপরদিকে এস আই সাব্বির আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোস রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ রাবার বাগান মসজিদের দক্ষিণ পার্শ্বে চট্রগ্রাম রাঙামাটি সড়কের উপর থেকে মোঃ আবুল কাশেম (৪১)কে ৫০ লিটার পাহাড়ী চোলাই মদসহ আটক করা হয়।সেই রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিপাখর চৌধুরী বাড়ি সালেহ আহাম্মদের পুত্র।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানায়,তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।