হু হু করে করোনা ভাইরাস বৃদ্ধি পেলে সরকার সারা দেশের ন্যয় লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সারাদেশের ন্যয় লালমনিরহাট জেলায় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। তারেই অংশ হিসেবে গত ১৬ জানুয়ারী থেকে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ ১৫ ফেব্রুয়ারী থেকে চলমান রয়েছে। গত ১৬ জানুয়ারী ২০২২ ইং তারিখ থেকে দফায় দফায় জেলায় ১ লক্ষ ৩৯ হাজার ৩শ ৪০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়েছে। এতে শতকরা ৯৬.২০% শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করেন। এদিকে গত ১৫ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ থেকে দফায় দফায় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান চলমান রয়েছে। দ্বিতীয় ডোজ এ পযর্ন্ত জেলায় ৩৩ হাজার ৪শ ৯৪ জন শিক্ষার্থী কে প্রদান করা হয়েছে। তবে ভ্যাকসিন প্রদান চলমান রয়েছে।
লালমনিরহাট জেলায় এ পযর্ন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ১ লক্ষ ৭২ হাজার ৮শ ৩৪ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয় এর মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার ৩ শ ৪০ জন কে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ এ পযর্ন্ত ৩৩ হাজার ৪শ ৯৪ জন শিক্ষার্থী কে প্রদান করা হয়েছে। লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।