বাগেরহাট জেলার শরণখোলায় করােনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগােষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ SCREAM প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় গত ২৬ জানুয়ারি হতে মাস ব্যপি ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতা সৃষ্টির জন্য বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার চার টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ চলছে।
রুপান্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু জানান, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর আয়োজনে বাস্তবায়নাধীন প্রকল্পটি প্রান্তিক জনগােষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানাের উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে। সে লক্ষে ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররােধে জনসচেতনতার জন্য উপজেলার চার টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন এলাকায় প্রচারণা ও লিফলেট বিতরণ চলছে। এছাড়াও জেলার বাগেরহাট সদর ও মোংলা উপজেলায়ও প্রচারণা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।