গাইবান্ধা সদর উপজেলার স্টোশন বাদিয়াখালী থেকে বহু বছর আগের রুপালী ব্যাংকের শাখার স্থানান্তর করা প্রতিবাদ করছে একটি কুচক্রী মহল। এর প্রতিবাদে আজ রবিবার বিকালে স্টোশন বাদিয়া খালীতে এক গণ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
স্টোশন বাদিয়াখালী থেকে বহু পুরাতন রুপালী ব্যাংকের শাখা যাতে অন্য স্থানে নিয়ে না যায়। এর প্রতিবাদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীরা এক গণ স্বাক্ষরের কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী গণস্বাক্ষর চলাকালে স্থাণী ব্যবসায়ী মোঃ লিপিন আহম্মেদ বলেন, ১৯৭৭ সাল থেকে স্টোশন বাদিয়াখালীতে রুপালী ব্যাংকটির কার্যক্রম চলে আসছে।
আমাদের এলাকার বহু শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ীরা এই ব্যংাকের শাখা লেনদেন করে আসছি। হঠাৎ করে কিছু অসাধু চক্রের কারনে শাখাটি অন্যথায় নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রী.বংশিনাল শাহা, মইদুল ইসলাম, আনারুল ইসলাম, আজগর আলী, বাবলু ব্যাপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ব্যাংকটি শাখাটি অন্যায় চলে গেলে এখান কয়েক হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী , প্রবাসী, বিদুৎ বিলের গ্রাহকগন এসেবা থেকে বঞ্চিত হবেন। তাই তাদের দাবি এই ব্যাংকটি যাতে অন্যথায় না যায় সে বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান।