1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ডিশ ব্যবসা দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংসকরেছে,  ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন জন্য জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখ — আমিনুল হক রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আলোচনা সভা । ৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় ডিশ ব্যবসা দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭৮ বার

সাভারের আশুলিয়ায় ডিশ ব্যবসার দখল নিয়ে যুবলীগ নেতা ও ইউপি সদস্যের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতার নেতৃত্বে ইউপি সদস্য জাহাঙ্গীরের বাসায় হামলা চালালে এলাকাবাসী জোটবেধে হামলা চালায় সেই যুবলীগ নেতার বাড়ীতে। আহত হয় ইউপি সদস্যের লোকজনসহ উভয় পক্ষের প্রায় ২৫জন।

আহতরা হলেন শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামের
হাবিবুর (৪৫), শামীম (৩১), শাকিল (২২), সফিক (১৭), আব্দুল হাই (৬৫), নুর হাসেন (৫২), লাবলু (৪৬), শামিম (৩৫), ওহাদ আলী (৭০), তোফাজ্জল মল্লিক (৪৭),আলমগীর (২৫)সহ আরও অনেকে।

এ ছাড়া যুবলীগ নেতার পক্ষের আহতরা হলেন আমির হোসেন জয় (৩৫), হাজি আতাউর রহমান (৬০), জহেলা বেগম (৫৫), শামসুল আলম (৪৮), সমন খান (৪০), আনসের আহম্মেদ (৫২), নুরুল ইসলাম (৫৩), কাইয়ুম হোসেন (২৮), নুর মোহাম্মদ (৩৮) ও তমছের (৬৫)।

এলাকাবাসী জানায়, বেশ কয়েক দিন ধরে ডিশ ব্যবসা নিয়ে দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে দুই গ্রুপ সমাধানের জন্য বসলেও কোনো ফলাফল ছাড়াই বৈঠক শেষ হয়। পরে দুপুরের দিকে রণস্থল বাজারে যুবলীগ নেতার লোকজন জাহাঙ্গীর মেম্বার ও আব্দুল হাইয়ের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় প্রায় পাঁচ থেকে ছয়জন আহত হয়। পরে জাহাঙ্গীর মেম্বারের লোকজনসহ এলাকাবাসী একত্র হয়ে যুবলীগ নেতা জয়ের বাসায় হামলা চালায়। এ সময় তার মা-বাবা ও বোন জামাই আহত হন।

এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জয় বলেন, আমাদের পরিবারের সকল সদস্যসহ মোট ১১ জন আহত হয়েছে। আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে। আমি নিজেও আহত।

এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রণস্থলের আব্দুল হাই ও ইউপি সদস্য জাহাঙ্গীরের লোকজনের সাথে যুবলীগ নেতা জয়ের মধ্যে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনার ঘটেছে। জয়ের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তবে হাইয়ের পক্ষের লোকজনের খবর এখনো পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম