হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকশা তল্লাশী চালিয়ে কচুর ভেতরে করে ১৮ হাজার ৬শ পিস ইয়াবা পাচার করার সময় তিন বোনকে আটক করেছে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্প।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন- কক্সবাজার জেলা থেকে হাটহাজারীতে ইয়াবা পাচার করার গোপন সংবাদ পেয়ে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প এলাকায় গাড়ি তল্লাশি করে একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে তিন জন মহিলা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের ব্যাগ তল্লাশি করে কচুর ভেতর থেকে ১৮ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সম্পর্কে তারা পরস্পর বোন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু কার্যক্রম চলমান।