সাভারের আশুলিয়ায় একটি কারখানায় করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আশুলিয়ার শিমুলিয়ায় ডেমনা এলাকার এক্সাকো লিমিটেড কারাখনায় এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিকরা হলেন- সুইং অপারেটর জান্নাতুল,সোনিয়া, ফেরদৌসি, কেয়া, শিরিন, লতা, সরস্বতী, মুন্নি, ইতি, রুমি, সুমি,নূরি, ঝুমা আক্তার, মঞ্জিলা, মোর্শেদা, সুমা, শিরিন, শাহানাজসহ আরও অনেকেই।
শ্রমিকরা জানান, শনিবার সকাল থেকে এক একটি লাইন থেকে কারখানার ভেতরেই টিকা দেওয়া হচ্ছিল। ১৬৫৮ জন শ্রমিককে সিনোফার্মার প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হয়।
পরে দুপুরের দিকে প্রায় ৩০ জন শ্রমিক ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।
এদিকে বিষয়টি বুঝতে পেরে কারখানা কর্তৃপক্ষ তাদের জিরানী বাজারের পাশে জিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ জনকে এবং আশুলিয়ার মোজারমিল ল্যাব ওয়ান হাসপাতালে প্রায় ২৫ জনকে ভর্তি করান।
এছাড়াও বিকেল তিনটার দিকে কর্তৃপক্ষ কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেন।
এ বিষয়ে এক্সাকো লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম চৌধুরী বলেন, শনিবার আমাদের কারখানায় শ্রমিকদের পর্যায়ক্রমে লাইন বাই লাইন টিকা দেওয়া হচ্ছিল। অনেককেই টিকা দেওয়া হয়েছে। কিন্তু হটাৎ দুপুরের দিকে কিছু শ্রমিকের শ্বাসকষ্ট দেয়ার এক পর্যায়ে পরিস্থিতির অবনতি হতে দেখে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কারখানায় ছুটি দেওয়া