1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাল্পনিক ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগে গুচ্ছ গ্রাম সভাপতি আইয়ুব আলীর সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ 

কাল্পনিক ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগে গুচ্ছ গ্রাম সভাপতি আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ বার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গুচ্ছগ্রামে ঘরদখলের অভিযোগে স্বার্থানেষী মহল পরিকল্পিত ভাবে সরকারী দল আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন করতেই আমার নাম জড়িয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকা,অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় উদ্দেশ্য প্রনাদিতভাবে সংবাদকর্মীদের মাধ্যমে মিথ্যা,ভিত্তিহীন,কাল্পনিক ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।

১৬ ফেব্রুয়ারী বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিরিরবন্দর উপজেলার ২নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আইয়ুব আলীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন,স্বার্থহীন ভাষায় আমি বলতে চাই মিথ্যা ও বানোয়াট অভিযোগে যারা আমার বিরুদ্ধে গত ১৩ ফেব্রুয়ারী মানববন্ধন ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছে তারা প্রত্যেকে গুচ্ছগ্রামে সংগঠিত নানান অনিয়মের সাথে জড়িত এবং মুলহোতা। উদাহরণ হিসেবে বলতে চাই মো: আকোয়ার হোসেন গুচ্ছগ্রামে জোরপূর্বক ঘরদখল করে তার মেয়েকে দিয়েছে, সে একজন কুখ্যাত গরু চোর ও দুর্দান্ত প্রকৃতির মানুষ। তার ভাগিনা আনিছুর ও মনছুর নিজের বাড়িঘর জায়গাজমি থাকা সত্বেও গুচ্ছগ্রামে জোরপূর্বক ঘর নিয়েছে। তাদের দূর্বৃত্তায়নের সঙ্গী আব্দুল মালেক, কফিল, মান্নান, ওয়াজেদ, মাজেদুর, নুরু, নুরনেহার, আনিছুর,শরিফুল ও আব্দুস সামাদ প্রত্যোকেরই আবাদি জমি থাকা সত্বেও তারা গুচ্ছগ্রামে ২/৩টি করে ঘর দখল করেছে। এছাড়াও আন্ধারমুহা গুচ্ছগ্রামের ঘর দখল করে রেখেছে নুর ইসলাম, এনামুল, ডেগার মুজাম, ছোট আইয়ুব আলী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, উল্লেখিত ব্যক্তিরা মা, মেয়ে, ছেলে আত্বীয়স্বজনসহ নামে বেনামে জবোরদখল করে রেখেছে গুচ্ছগ্রামের একাধিক ঘর, যে গুলোকে কেউ কেউ আবার ব্যবসায়ীক কাজের মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহার করছে। আমি গুচ্ছগ্রামের সভাপতি হিসেবে ইতিপূর্বে এসব অনিয়মের প্রতিবাদ ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছি। সে কারণেই তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক, মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের কাছে এসমস্ত তথ্য সৃষ্টির লক্ষে প্রকাশ্যে এবং গোপনে নানান রকমের কর্মকান্ড উপস্থাপনা করছে। তারা আমার বিরুদ্ধে মিথ্যা চাদাঁবাজির অভিযোগও তুলেছে, যা কখনোই কোনোভাবে সত্য নয়।

তারা আমার ৪০ বছরের রাজনৈতিক,সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করতেই এসব কাল্পনিক কল্পকাহিনী দিয়েই আমাকে দলীয় ও স্থানীয় ভাবে দমিয়ে রাখতে চায়। আমি সংবাদ কর্মীদের কাছে দাবী করছি, আপনারা আন্ধার মুহা গুচ্ছগ্রামের ৬৩টি ঘরের মধ্যে দুস্কৃতিকারী ও অবৈধ দখলদারদের মুখোস উম্মোচন করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য প্রকাশ করুন। সংবাদ সম্মেলনে আইয়ুব আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুলপুর ২নং ওয়ার্ড আ: লীগের সা: সম্পাদক নুর আলম, এসময় উপস্থিত ছিলেন মনমোহন চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম