কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি খাস খতিয়ানের ২০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে স্থানীয় এক প্রভাবশালী। উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের খাস খতিয়ানভুক্ত ওই জমি একই ইউনিয়নের লাটিমি গ্রামের মো: রফিক ভূঁইয়া নামে এক ব্যক্তি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারের অর্ধকোটি টাকার ভূমি বেহাত হবার উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তসার রহমানীয়া মাদরাসা ও হাফিজিয়া এতিমখানার সামনে অবস্থিত ওই ২০ শতক সরকারি খাস জমি এলাকার সর্বসাধারণ, দত্তসার মাদরাসা ও এতিমখানার ছাত্রদের নানা কাজে ব্যবহৃত হতো। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ওই খালি জায়গায় নামাজ আদায়ের লক্ষ্যে দূরপাল্লার গাড়িগুলো পার্কিং করতো। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহল কর্তৃক ঐস্থানে সীমানা প্রাচীর নির্মিত হওয়ায় গাড়ী পার্কিং এর কোনো সুযোগ নেই। লাটিমী গ্রামের রফিক ভূঁইয়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই জমিটি দখল করে গত কয়েকদিন ধরে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। সরকারি খাস জায়গায় নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষব্ধ এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু সমাধান চায়।
সরকারি খাস জায়গাটি সরকারের যতদিন প্রয়োজন হবে না ততদিন পর্যন্ত এলাকাবাসী, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উম্মুক্ত রাখার দাবি জানান দত্তসার গ্রামের কবির আহম্মেদ সহ স্থানীয় সচেতন মহল।
আবুল কালাম নামে স্থানীয় আরেক ব্যক্তি অভিযোগের সুরে বলেন, এখানে আগে দূরপাল্লার যাত্রীবাহি বাসসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে ধর্মপ্রাণ মুসল্লীরা পাশ্ববর্তী মসজিদে নামাজ আদায় করতো। একটি প্রভাবশালী মহল জোরপূর্বক সেখানে দেয়াল নির্মাণ করায় এখন আর সেখানে গাড়ী পার্কিং এর সুযোগ না থাকায় মুসল্লীদের নামাজ আদায় ব্যাহত হচ্ছে। তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করে বিষয়টির সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিক ভূঁইয়ার বক্তব্য নেয়ার উদ্দেশ্যে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে সরকারি জমি দখলের বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি জায়গা দখল করার কারো এখতিয়ার নেই। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।