নরসিংদী পুরাতন লঞ্চ ঘাট এলাকায় হতদরিদ্রদের মাঝে ড, আব্দুল মঈন খানের সৌজন্যে শীত বস্র বিতরণ করা হয়।
আজ নরসিংদী পুরাতন লঞ্চ ঘাট এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খানের সৌজন্যে প্রায় দুই শতাধিক হত দরিদ্রদের শীত বস্র বিতরন করা করা হয়। এ সময প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন পলাশ উপজেলা থেকে বার বার নির্বাচিত এমপি ও মন্ত্রি জননেতা ড, আব্দুল মঈন খান। তিনি বলেন বিএনপি নির্যাতিত মানুষের দল, আজ সরকার এই নির্যাতিত মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। পুলিশের ছএছায়ায় ভোট কেন্দ্র দখল করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে।এখন সময় এসেছে নির্যাতিত মানুষ গর্জে উঠেছে এবার এই নির্যাতিত মানুষ ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে তাদের অধিকার রক্ষা করবে এবার আর কোন নীল নকশা করে সরকারের লাভ হবে না। তের বছর যাবৎ লুট পাটের খতিয়ান বের করা হবে। লুটেরা সরকারের বিচার এই বাংলার জমিনেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শহর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরকার , যুব দল নেতা সারোয়ার , যুব বিষয় সম্পাদক আলমগির হাবিব সাবেক যুব দলের সভাপতি রোবহান উদ্দিন, যুব দলের যুগ্ন সম্পাদক শাহান শাহ সানু, তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল, সাবেক যুব দলের সদর থানা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ আরো অনেকে