ভালোবাসা দিবসে মুক্তি পেল তানজিল তিশা এবং তৌসিব মাহবুব অভিনিত নাটক, এই অবেলায়। জনপ্রিয় ইউটিউব চ্যানেল সরকার মিডিয়ায় মুক্তির সাথে সাথেই দর্শক সাড়া পরে যায়। এরই মধ্যে প্রশংসায় ভাসছে নাটকটি। গল্পে দেখা যায়, নিজের অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও প্রথম দেখায় ইশতিয়াককে ভালোবেসে ফেলা অবন্তী নিজের বাবার অমতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন একত্রে কাটানোর সিদ্ধান্ত নেয়।ভালোই চলছিলো টোনাটুনির সুখের সংসার। সে সংসারের আনন্দ দ্বিগুণ হয় এক অনাগত নতুন অতিথির আগমনের অপেক্ষায়। এ পর্যন্ত সব ঠিকই ছিলো। তারপর? নিয়তি হয়তো ঠিক করে রেখেছিলো তাদের ভালোবাসার শেষ পরিণতি। তাই যেনো পরিপূর্ণতা পেতে পেতে কোথাও একটা অপরিপূর্ণতা থেকে গেলো তাদের ভালোবাসার মাঝে। শেষ পর্যন্ত অবন্তীর ২০ – ২৫ দিন বেঁচে থাকার সময়কে দীর্ঘায়ীত করার জন্য ১০১ টি চিঠি লিখে অবন্তীকে প্রতিদিন একটি করে চিঠির উত্তর দিতে বলে ইশতিয়াক চেষ্টা করেছিলো দ্রুত এগিয়ে চলা অবন্তীর সাথে কাটানো মুহূর্তগুলোর ঘড়ির কাঁটাকে থামিয়ে দিতে। কিন্তু শেষ অবধি তা আর সম্ভব হয়নি।
রোমান্টিকতার সঙ্গে ইমোশনের মেলবন্ধন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক মোহাম্মদ মিফতাহ্ আনান৷ সেই সঙ্গে তৌসিফ মাহবুব ও তানজিন তিশার অসাধারণ অভিনয়ে নাটকটি হয়ে উঠেছে প্রাণবন্ত। গল্পের মেকিং, গান, বৃষ্টির সিনগুলো বেশ উপভোগ্য ছিলো। সব মিলিয়ে নাটকটিকে একটি কমপ্লিট প্যাকেজ বলাই যায়। এমনটাই বলছে দর্শক মহোল।