1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন নেতৃত্বে কুবির বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

নতুন নেতৃত্বে কুবির বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশ

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫১ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশের কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ নন্দী-জুলহাস অংশের ২০২১ কমিটির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এ সময় নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক (মাসুম), কোষাধ্যক্ষ হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, সাংগঠনিক সম্পাদক হলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মার্কেটিং বিভাগের মো. মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক হলেন ফার্মেসী বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং শিক্ষা এবং গবেষণা সম্পাদক হলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল জামিল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং আইন বিভাগের প্রভাষক সোরহাব হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম