নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যাশিত এলাকা ইনাতগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩দিনের ব্যবধানে বাজারের ২/১টি ব্যবসা প্রতিষ্টানে চোরের দল সাটারের তালা ভাঙ্গার চেষ্টা করেছে। ভেঙ্গে পড়েছে ইনাতগঞ্জ এলার আইনশৃংখলা পরিস্থিতি। রাত ২/৩টা পর্যন্ত মদ ও ইয়াবা সেবনকারীরা বাজারে ঘুরাফেরা করলেও দেখার যেন কেউ নাই।তারই ধারাবাহিকতায় উপজেলার ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, চোরের দল শিক্ষার্থীদের পানি পান করার একমাত্র টিউবওয়েলটি চুরি করে নিয়ে গেছে।তারা আরো জানান,ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি মাত্র পানির টিউবওয়েল রয়েছে। যে টিউবওয়েল থেকে শিক্ষর্থীরা পানি পান করে থাকেন। গত শনিবার রাতের যে কোন এক সময় একটি সংঘবদ্ধ চোরের দল টিউবওয়েলটি খুলে চুরি করে নিয়ে যায়।
ইনাতগঞ্জ বাজারেই রয়েছে পুলিশ ফাঁড়ি। রাতে পুলিশের টহল থাকার পরও কিভাবে বাজারের মধ্যই চুরি সংঘটিত হয় এনিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের মধ্যেও চোর আতংক বিরাজ করছে। এলাকাবাসী বাজারসহ আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।চুরি সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমিতির সভাপতি আশাহীদ আলী আশা।