আমার মেয়ে জ্ঞান – বুদ্ধিহীন মোছাঃ রেজিয়া খাতুন এসমা (৯), গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা – পাতলা, উচ্চতা অনুমান ৪ ফুট ২ ইঞ্চি, পড়নে প্রিন্টের থ্রী – পিছ ও খয়েরী রংঙ্গের বোরকা, হাতে সাদা রংঙ্গের কাপড়ের ব্যাগ ছিল, মুখ মন্ডল লম্বাটে, মাথার চুল কালো ও লম্বা, বয়স অনুমান ৯ বছর, সে আঞ্চলিক ভাষায় কথা বলে। গত ১৩/২/২০২২ ইং তারিখ বিকেল ৩ টার দিকে লালমনিরহাট মিশন মোড় থেকে হারিয়ে গেছে। সেই থেকে তাকে পাওয়া যাচ্ছে না। লালমনিরহাট সদর থানার জিডি নং – ১০৮৪। তাং ২১/২/২২ ইং। কোন স্বহৃদয়বান ব্যাক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন। দয়া করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হইল।
মোঃ টুকু প্রামাণিক।