1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা। আহত ৩, গ্রেফতার ১।। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তিতাসে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন যুবদল নেতা নয়ন মোল্লা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক গঠন  মাও. মোজাহেরুল কাদের আহবায়ক, সৈকত দাশ ইমন সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি !

বোরহানউদ্দিনে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা। আহত ৩, গ্রেফতার ১।।

বোরহানউদ্দিন প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৩ বার

ভোলার বোরহানউদ্দিনে ২ লাখ টাকা চাঁদার দাবিতে বোরহানগঞ্জ বাজারের ৩ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছেন সিরাজ ও তার লোকজন।এ সময় সিরাজ গ্রুপের লোকজন ব্যবসায়ী ছিদ্দিকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান। আহত ব্যবসায়ী ছিদ্দিক ও তার ছেলে সিহাব,মুন্না বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত ১০.৩০ ওই ব্যবসায়ীগন দোকান বন্ধ নিজ বাসায় যাওয়ার পথে পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরদার বাড়ীর সামনে এ ঘটনায় ঘটে। পুলিশ রাতেই সিজান নামে একজনকে গ্রেফতার করে । আহতরা শিহাব উদ্দিন সোহাগ ও মুন্না জানায়, শনিবার রাত (১৯ ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় বোরহানগঞ্জ বাজারে হাট শেষে তারা মোটর সাইকেল যোগে বাড়ী রওয়ানা করেন । উল্লেখিত স্থানে তাদের মোটরসাইকেল পৌছলে সিরাজ (৪৫) মাসুদ (৩০)হাসনাঈন(২৫)সিজন(২৫)রুবেল(২৮)সহ অজ্ঞাত১০/১২জন অর্তকিত হামলা করে ।

এসময় তাদের কাছে ৩ লাখ ৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় । তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সিরাজ বাহিনী চলে যায় । পরে আহত ব্যবসায়ী ও তার ছেলেদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে হামলায় ব্যবসায়ীর ডান হাত ভেঙ্গে যায়।, ছেলেদের মাথায় ও পিঠে ক্ষত হয় বলে জানান । এ ঘটনায় রাতেই ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করলে পুলিশ সিরাজ বাহিনীর সিজনকে গ্রেফতার করে । ছিদ্দিক মাতাব্বর জানান,সিরাজ আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে ব্যবসা করতে দিবে না, এমন হুমকির মুখে ২৯ ডিসেম্বর ৫০ হাজার টাকা দেই। বাকী টাকা না দেওয়ায় সে ক্ষুব্দ হয়ে আমাদেরকে পিঠিয়ে আহত করেন। এবং আমাদের কাছ থেকে উল্লিখিত টাকা ছিনতাই করে নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির জানান, অভিযোগের ভিক্তিতে মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে l

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম