একুশ নাকি রঙাপ্রভাত
একুশ নাকি গান
আমি বলি একুশ আমার
রাজপথের অগ্নি স্লোগান।
একুশ মোরে দিয়েছে বিজয়
দিয়েছে শেকল ভাঙার গান
একুশ আমার ছেলে হারা মা
দুঃখের প্লাবনে দেই সম্মান।
মায়ের ভাষার কথা মালা
যারা চেয়েছে দিতে স্তব্ধতা
তাদের চোখে চোখ রাঙাতে
রফিক জব্বার দিয়েছে সাড়া।
আকাশ বাতাস কাঁপছে দেখো
কাঁপছে শাসকের বুক
সালাম বরকত রফিক জব্বার
ছড়াচ্ছে ধুলিকনা রাজপথ।
কেড়ে নিতে দেবো না ভাষা
যত দেখাও রক্তচক্ষু শাসক সেনা
শিরদাঁড়া টান করছি,
মানবো না বাঁধা।
ছেলে হারা মায়ের আকুতিতে
আজ মুক্ত আমার বাংলা
একুশ মানে ভাষা’র গল্প,
একুশ মানে মায়ে ভাষাই সেরা।