আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ব্যাটমিন্টেন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও রাউজান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি ব্যাটমিন্টেন টুর্ণামেন্টের আয়োজন করেন রাউজান পৌরসভা।
২৩ ফেব্রুয়ারী বুধবার রাতে রাউজান পৌরসভার পাশে নিজাম উদ্দীন পাবলিক হল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে ও আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ সভাপতি তসলিম উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,নাছির উদ্দিন, শাহরিয়ার হাসান সাকিব, মোঃ মিজানুর রহমান, রিদুয়ান খুরশীদ ইমন, আশরাফ আলি, আবিদ, শুভ প্রমুখ খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেন।