শুক্রবার ভোর রাত থেকে লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি- ঘর ভেঙে গেছে। নিম্ন আয়ের মানুষেরা ঘর থেকে বেড় হতে পারেনি। অপরদিকে প্রায় ১ মাস থেকে লালমনিরহাট জেলায় তীব্র শীত ও হিমেল হাওয়ায় জনজীবনে বিপযায় নেমে এসেছে।
এদিকে ইরি-বোরো ও সবজি আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় শুক্রবার ভোর রাত থেকে এ সংবাদ লেখা পর্যন্ত চলছিল। লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ইরি-বোরো ধান, শাক-সবজি খেত ও ভূট্টা খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
কৃষকরা জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘূর্ণিঝড়ে।