মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীন বাংলাদেশের ১৯৭৩ সালের ৭ই মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে নকলা- নালিতাবাড়ী আসনের সাবেক এমপি মিজানুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। দেশবরেণ্য এই নেতা মিজানুর রহমান শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নকলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকারি হাজী জালমামুদ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। সোমবার সকাল ৬টায় ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন । বিকাল ৪টায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ।
মরহুমের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, পৌর আ.লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহগ,রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু শোক প্রকাশ করেছেন।