গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া এলাকার আউটপেস স্পিনিং মিলে এ আগুনের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।