1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: ২৩ মামলায় গ্রেপ্তার ৫১ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: ২৩ মামলায় গ্রেপ্তার ৫১ জন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২১ বার

চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, নির্বাচনি সহিংসতায় এখন পর্যন্ত সাতকানিয়ায় ২৩টি মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতটি নির্বাচনের আগে ও ১৬টি পরবর্তী সময়ে করা।

সর্বশেষ খাগরিয়ায় সহিংসতা মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে নগরীর ২ নম্বর গেট এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

তিনি বলেন, ‘৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে ভোট হয়। ভোট চলাকালে সকাল সোয়া ১০টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের পাশে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

‘এ সময় সমর্থকরা দা, লাঠি, ছোরা ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ওই দুই ওয়ার্ডের কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা হয়।’

পুলিশ সুপার আরো জানান, পরবর্তী সময়ে সহিংসতায় জড়িতদের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় রোববার রাতে সাতকানিয়ার মাইজপাড়া থেকে সামশুদ্দিন ওরফে নিশানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার তথ্যের ভিত্তিতে খাগরিয়ার জোড়ারকুল সাচি মিয়ার বাড়ির সাকিবের নির্মাণাধীন ঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ সোমবার সকালে খাগরিয়া থেকে জয়নাল আবেদীন ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করে। তিনিও সহিংসতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্যমতে, তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, ‘নির্বাচনি সহিংসতায় এখন পর্যন্ত উপজেলায় ২৩টি মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘এর মধ্যে সাতটি মামলা নির্বাচনের আগে ও ১৬টি নির্বাচন-পরবর্তী বিভিন্ন সময়ে করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম